ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে চা বাগানে গাড়ি থামিয়ে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
মাধবপুরে চা বাগানে গাড়ি থামিয়ে ডাকাতি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) লোকজনের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ডাকাতি ঘটনা ঘটে।

 

বুধবার (১৩ ডিসেম্বর) মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাগানের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল ইসলাম ও তার পরিবারের কয়েকজন সদস্য গাড়িযোগে বাংলোয় ফিরছিলেন। পথে বাগানের ভেতরের রাস্তায় অস্ত্রধারী ডাকাতরা গাড়িটি থামিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইলফোন লুটে নেয়।  

একই স্থানে ডাকাতদের কবলে পড়েন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ আরও ১০-১২ জন লোক।

ঘটনার পর থেকে ডিজিএম এমদাদুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর ব্যবহৃত মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, ডাকাতরা ধারাবাহিকভাবে কয়েকটি গাড়ি আটক করে যাত্রীদের বেঁধে রাখে। সবার মালামাল লুটে তারা ঘটনাস্থল ত্যাগ করে।  

এদিকে, ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুনে বাঁধা থাকা অবস্থায় ডাকাতির শিকার কয়েকজনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়েছে স্থানীয়রা।  

এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।