ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মমতাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মমতাজ প্রতীকী ছবি

ফরিদপুর: একদিন আগে মারা যান ভাই। সেই শোক সইতে পারলেন না বোন।

মারা গেলেন তিনিও।

একদিনের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান ভাই-বোন। তারা হলেন - ফরিদপুর শহরের আলীপুর পাকিস্তানপাড়া নিবাসী সাবেক ব্যাংকার হাফেজ শহিদুল হক মিলু (৭০) ও  জেলার হালিমা গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ মহল (৮০) রেখা।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে মমতাজের ভাই হাফেজ মিলু মারা যান। পরদিনই মারা গেলেন বোন মমতাজ।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের ২ নং হাবেলি গোপালপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন মমতাজ। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি।  

ফরিদপুর ডায়বেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদের সহধর্মিণী মমতাজ। স্বামী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। এর আগে তার আরেক সন্তান হামিম মারা যান।

এদিকে, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন হাফেজ মিলু। বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় বাদ জোহর হাফেজ মিলুর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।