ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কয়েক মাস আগে মারা যাওয়া দুজনের মরদেহ পড়েছিল ফসলের জমিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
কয়েক মাস আগে মারা যাওয়া দুজনের মরদেহ পড়েছিল ফসলের জমিতে

ফরিদপুর: ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে কাফনের কাপড়ে পেঁচানো দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ওই জমিতে এ দুই মরদেহ পাওয়া যায়।

মরদেহ দুটি স্থানীয় কালা মোল্লার স্ত্রী মোছা. হাবিবা বেগম (৬০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মো. ইদ্রিস শেখের (৬৫) বলে জানিয়েছেন স্থানীয়রা।  

জানা যায়, হাবিবা ও ইদ্রিস ৩-৪ মাস আগে মারা যান। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। দুর্বৃত্তরা সবার অগোচরে মরদেহ চুরি করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে মরদেহ দুটিকে গোয়ালপাড়া কবরস্থান হতে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে চলে যায়। সকালে বস্তাভর্তি মরদেহকে কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।  

পরে গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায়, কবর থেকে আরও দুটি মরদেহ উধাও হয়ে গেছে।  

সালথা থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহসদৃশ দুটি কঙ্কাল উদ্ধার করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।