ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।

সীমান্তবাসীরা জানান, উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলার এলাকা হয়ে ভারতীয় গরু আনতে সীমান্তে যান সুজনসহ একদল চোরাচালানকারী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের টহল দল। এ সময় সুজন গুলিবিদ্ধ হয়ে আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে রংপুরের একটি ক্লিনিকে গোপনে ভর্তি করা হয়। আইনি জটিলতার কারণে সুজনের পরিবার বিষয়টি গোপন রেখেছেন।

ইউপি চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। আইনি ঝামেলার কারণে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পারি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।