ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশ টিভির প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
দেশ টিভির প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

ঢাকা: দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। দেশ টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান তৌফিকা করিম ফিতা কেটে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের তাজউদ্দীন আহমদ স্মরণীতে এ কার্যালয় স্থাপন করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

প্রসঙ্গত, ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দেশ টিভিকে সম্প্রচারের লাইসেন্স দেয়। চ্যানেলটি ২০০৯ সালের ২৬ মার্চ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।