ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নরসিংদীতে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দোলাবাড়ি এলাকায় ইদ্রিস মিয়া (২০) ও  সকাল ৯টায় নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় জুয়েল ভূইয়া (৪৫) নামে একজন ট্রেনে কাটা পড়ে মারা যান।

নিহত ইদ্রিছ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বেনুয়া এলাকার নয়ন মিয়ার ছেলে এবং জুয়েল রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেস ভুঁইয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দোলাবাড়ি এলাকায় রেললাইনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পড়ে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে আসে। পরে পরিবারের স্বজনরা ফাঁড়িতে এসে মরদেহ ইদ্রিসের বলে শনাক্ত করে। তবে কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে কেউ বলতে পারছেনা।

এদিকে সকাল ৯টায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জুয়েল নামে একজন মারা যায়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নরসিংদীতে ফাঁড়িতে নিয়ে যায়।  

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা পৃথক স্থান থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।