ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় অধির রায় (৩২) নামে এ যুবক নিহত হয়েছেন।  

সোমবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের উপজেলার সেনখালী ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অধির কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সনিল রায়ের ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল নিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন অধির। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।