ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুর-২ আসনে ঈগল প্রতীকের গণজোয়ার

ফরিদপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
ফরিদপুর-২ আসনে ঈগল প্রতীকের গণজোয়ার

ফরিদপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের পর থেকে সালথা উপজেলার আটঘর ও নকুলহাটি বাজারে ব্যাপক গণসংযোগ করেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

এছাড়াও নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামে উঠান বৈঠক করেন তিনি।

সালথা ও নগরকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ জামাল হোসেনকে দেখতে ছুটে আসেন। এসময় তারা জামাল হোসেন মিয়াকে ভোট দেবার অঙ্গীকার করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত জামাল হোসেন মিয়ার গণজোয়ার সৃষ্টি হচ্ছে।

জামাল হোসেন মিয়ার ভোট প্রার্থনাকালে স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচনের জয়ের পরে যেন তাদের এলাকার সমস্যা সমাধান করবেন এমনই অঙ্গীকার আদায় করে নিচ্ছেন ভোটারেরা।

জামাল হোসেন মিয়াও ভোটারদের আশ্বস্ত করে জানান, তিনি নির্বাচিত হলে এলাকার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।

সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জামাল হোসেন মিয়ার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ জামাল হোসেন মিয়ার ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে গোটা এলাকা।

সালথা উপজেলার রসুলপুর গ্রামের হাসি বেগম বলেন,জামাল হোসেন মিয়া এলাকার সন্তান। এবার তাকেই আমরা ভোট দেব। গত নির্বাচনে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম সেই এমপি আমাদের এলাকার কোনো উন্নয়ন করে নাই। আর সেই এমপি নির্বাচিত হওবার পরে এলাকায় তার চেহারাটাও দেখি নাই। তাই এবার আমরা আমাদের এলাকার সন্তান জামাল হোসেন মিয়াকেই ভোট দেব।

নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা ছোরহাব শেখ বলেন, এবার আমরা কোনো দল বুঝি না। আমরা এবার জামাল মিয়াকেই ভোট দেব। কারণ, জামাল মিয়ার বাবা-মা দুইজনই ইউপি চেয়ারম্যান ছিলেন তাছাড়া তার ভাইও ইউপি চেয়ারম্যান। তারা মানুষের কল্যাণে এগিয়ে আসে। এজন্যই তাকে আমরা ভোট দেব।

একই এলাকার ইস্রাফিল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি। যাকে এমপি বানিয়েছিলাম তিনি কোনো উন্নয়ন করেননি। এবার আমরা বীরমুক্তিযোদ্ধার সন্তান জামাল মিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করব।

গণসংযোগকালে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক  সাব্বির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,যুবনেতা ফরিদ মাতুব্বর, জাকির হোসেনসহ সালথা ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।