হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে এবং পরে শ্রীমঙ্গলের উদ্দেশে পাঠানো হয়।
সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে বগিটি লাইনচ্যুত হয়েছিল।
গৌর প্রসাদ দাশ জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে যাচ্ছিল। সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি রেখে ট্রেন শ্রীমঙ্গলে চলে যায়। তবে এ ঘটনায় অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি।
** মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরএ