ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইনুর আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
ইনুর আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সরদার মুসতানজীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এজন্য পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বের) দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।  

তিনি কেতলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ডাক্তার মুসতানজীদ বলেন, গত ১৯ ডিসেম্বর আমার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। তিনি আমার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। এখন ভাই নেই; সেই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।  

তবে অন্য কোনো প্রার্থীর পক্ষ নেওয়ার ঘোষণা দেননি ডাক্তার সরদার মুসতানজীদ।  

এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।