ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মোহাম্মদ শফি চাপরাশি (৭৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম গুলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মোশারেফ তালুকদারকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ শফী একই উপজেলার পশ্চিম গুলিশাখালি গ্রামের বাসিন্দা।

আটক মোশারেফ একই এলাকার মৃত শেরজন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয় ফারুক শেখের জমিতে ঘাস খাওয়ানোর জন্য গরু বাঁধে মোশারেফ। কিছুক্ষণ পর একই জমিতে মোহাম্মদ শফি গরু বাঁধতে যান। এ সময় গরু বাঁধাকে কেন্দ্র করে মোশারেফ ও শফির বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোশারফ লাঠি দিয়ে শফিকে মাথায় ও ঘাড়ে আঘাত করেন। আহত হয়ে নিজ বাড়ির দিকে রওনা করে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যেই শফির মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী মোশারফকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।