ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাল টাকাসহ কারারক্ষী গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
জাল টাকাসহ কারারক্ষী গ্রেপ্তার 

ঝালকাঠি: জেলার নলছিটিতে জাল টাকাসহ  আবু জাফর সিকদার (৪৫) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে ও ঝালকাঠি জেলা কারাগারে কর্মরত।  

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে বাজার করে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেন। পরে সাবান কিনে আকন ট্রেডার্স নামে এক দোকানদারকে আরেকটি ৫০০ টাকার নোট দেন। তাদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ৫ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।  

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আবু জাফর নিজেই জানিয়েছেন, তিনি ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।