ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কচুয়ায় ওলামা-শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
কচুয়ায় ওলামা-শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় নাশকতার ঘটনায় বিএনপি সমর্থিত জাতীয়বাদী ওলামা দলের উপজেলা সভাপতি ও শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কচুয়া বাজার থেকে ওলামা দলের নেতা ও আমুজান বাজার থেকে শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- কচুয়া উপজেলা ওলামা দলের সভাপতি নুর আহমদ ও শ্রমিক দল নেতা মাহবুর রহমান।  

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের ওই দুই নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে চাঁদপুরের আদালতে তাদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।