ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদম তমিজীর মানসিক পরীক্ষা বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
আদম তমিজীর মানসিক পরীক্ষা বুধবার আদম তমিজী হক

ঢাকা: আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে বুধবার (৩ জানুয়ারি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) ডিবি সূত্র তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জানায়।

এরআগে, তাকে গত ৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

পরদিন গত ১০ ডিসেম্বর তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। এরপর থেকে তিনি রিহ্যাব সেন্টারেই ছিলেন।  

আদম তমিজী হককে গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মানসিকভাবে অসুস্থ থাকায় তাকে রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মানসিক পরীক্ষার পর তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।