ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিকার লঙ্ঘন: কচুয়ায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ভোক্তা অধিকার লঙ্ঘন: কচুয়ায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় গরুর মাংসের দোকানসহ ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, কচুয়া বাজারের গরুর মাংসের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, সার ও কীটনাশক দোকান, চানাচুর ও বিস্কুট এবং হোটেলসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানের পরে ওই বাজারে গরুর মাংস ৬৫০ টাকা করে বিক্রি করতে দেখা যায়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কচুয়া থানার একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।