ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৬ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন, ৪ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
১৬ ঘণ্টায় ১৪ যানবাহনে আগুন, ৪ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস

ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর ভোট বর্জন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ প্রথম দিন অতিবাহিত হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, গত ১৬ ঘণ্টা ১৪টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি আটটি স্থাপনা পুড়ে গেছে।

৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে দুর্বৃত্তদের দেওয়া ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ছয়টি যানবাহন ও নয়টি স্থাপনা পুড়ে গেছে ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসিম এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।