ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে কানাডার ৫ এমপি-সিনেটরের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
প্রধানমন্ত্রীকে কানাডার ৫ এমপি-সিনেটরের অভিনন্দন

ঢাকা: নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার পাঁচ এমপি ও সিনেটর।  

সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তারা এই অভিনন্দন জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে বিজয়ী হওয়ার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই। এটি আপনার এবং আপনার সহকর্মীদের জন্য সত্যিই একটি কৃতিত্ব।

আমরা কানাডা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছি এবং সেই লক্ষ্যে আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।

আপনি যখন আপনার নতুন সরকার গঠন করছেন এবং আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাকে শুভকামনা জানাচ্ছি।

চিঠিতে সই করেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ও এমপি ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার ও সিনেটর সালমা আতাউল্লাহজান, এমপি

কেভিন ওয়া, এমপি কেন হার্ডি ও এমপি ল্যারি ব্রক।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।