ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ছেলের বউয়ের হাতে শাশুড়ি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
সিংগাইরে ছেলের বউয়ের হাতে শাশুড়ি খুন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউয়ের হাতে তহুড়া বেগম (৫৫) নামে এক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলের বউ আইরিন আক্তারকে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে নিহত তহুড়া বেগমের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

সিগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, পারিবারিক কলহের জেরে আইরিন আক্তার ও তার শ্বাশুড়ির মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে আইরিনের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শাশুড়ি তহুরা বেগম। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার ছেলের বউকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।