ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরিব, দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) কর্তৃক কম্বলগুলো বিতরণ করেন।

 

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।  

এ সময় উপস্থিত ছিলেন- ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান।  

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।