ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাজল রায় (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে রিপন ইসলাম (২০) নামে আরও একজন।

 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত কাজল রায়ের বাড়ি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ঢাকাইয়া পাড়া এলাকায়। তিনি ওই এলাকার তাপস রায়ের ছেলে। কাজল উপজেলার কালিগঞ্জ বিএম কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ব্যক্তিগত কাজে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকারহাটে যাচ্ছিলেন। তিনি উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছলে সড়কে পড়ে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তিনিসহ অপর আরোহী রিপন ইসলাম সড়কের পাশেই ছিটকে পড়েন। তবে এতে কাজলের মাথা থেতলে গেলেও অপর আরোহী রিপন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।