ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারের ছাত্রদলের ডাকা পূর্বঘোষিত শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে শান্তিনগরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভূঁইয়ার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রাজীব পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক নাফিউর রহমান পাভেল, খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হীরা, মুগদা থানা ছাত্রদলের আহ্বায়ক জুলফিকার আহমেদ সিয়াম, শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব এইচ. কে হোসেন আলী, ধানমন্ডি থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিঞাসহ অন্যান্য ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।