ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও জেলার মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।  

আহত পাঁচজনের নামপরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জগামী একটি লেগুনার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।