ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে দুই সপ্তাহে ১৭ গরু চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
তাড়াশে দুই সপ্তাহে ১৭ গরু চুরি 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে দুই সপ্তাহের ব্যবধানে তিনটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় তিনজন কৃষকের ১৭টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

  

সর্বশেষ শনিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের কৃষক আজাদের পাঁচ গরু চুরি হয়েছে।  

স্থানীয়দের অভিযোগ, প্রায় রাতেই বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাধ্য হয়ে কেউ কেউ রাত জেগে পাহারা দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের আজাদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে পাঁচটি ষাঁড় চুরি হয়। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় আট লাখ টাকা বলে দাবি কৃষক আজাদের।

এর আগে শনিবার (১৪ জানুয়ারি) উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া ভেংরী গ্রামে আলতাফ হোসেনের গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ছয় লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি হয়।  

ভেংরী গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, গরুগুলোই আমার পরিবারের আয়ের প্রধান উৎস ছিল। গরু চুরি হওয়ায় এখন একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।  

এছাড়াও মঙ্গলবার (৯ জানুয়ারি) একই ইউনিয়নের রোকনপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেনের গোয়াল থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্যে ছয় লাখ টাকা।  

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম বলেন, গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলার তদন্ত চলছে। শনিবার রাতের ঘটনায় এখনো মামলা হয়নি।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে খুব সহজেই চোরেরা গরু নিয়ে পালিয়ে যাচ্ছেন। তাই প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্থানীয়ভাবে এলাকায় পাহারার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও রাত্রিকালীন পুলিশি টহল জোড়দার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।