ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
বরিশালে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: জেলায় দুইটি চালের আড়তে অভিযান পরিচালনা করে চালানের রসিদের সাথে মূল্য তালিকার অমিল থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের ফরিয়া পট্টি ও বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কৃষি বিপণন কর্মকর্তা।

এ সময় সঠিকভাবে মূল্য তালিকা না দেওয়া, চালানের রসিদ দেখাতে না পারাসহ নানা অভিযোগে মেসার্স সম্মিলিত বাণিজ্য ভাণ্ডার ও মেসার্স প্রগতি ট্রেডার্স নামে দুইটি চালের আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স সম্মিলিত বাণিজ্য ভাণ্ডার রসিদ না দেখিয়ে আড়তে তালা দিয়ে বন্ধ করে সরকারি কার্যক্রমে সহযোগিতা না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স প্রগতি ট্রেডার্স যথাযথভাবে মূল্য তালিকা না দেখানোয় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল কৃষি বিপণন কর্মকর্তা মো. রাসেল খান।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।