ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
শাহজাদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছেন।

 

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে বাঘাবাড়ি এন এস ফিলিং স্টেশন এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- শাহজাদপুরের উপজেলার বিলকলমী গ্রামের মৃত শহীদ সরকারের মেয়ে আঞ্জুমান রোজী ও তার স্বামী মো. আনসারুল ইসলাম।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  খায়রুল বাশার জানান, শাহজাদপুরের বাঘাবাড়ীর এন এস ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন এবং অপর এক যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।