ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জার্মানি সফরে যাচ্ছেন। দেশটির মিউনিখ শহরে সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন তিনি।

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আখিম ত্রোস্তার ও ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তার দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি।  

জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।