ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু সাদমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু সাদমান প্রতীকী ছবি

বরিশাল: ঢাকার কামরাঙ্গীর চর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নানার বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় বলে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।

মারা যাওয়া তিন বছর বয়সী ওই শিশু ওমর ফারুক সাদমান ইতালি প্রবাসী কামরাঙ্গীরচর খলামুড়া এলাকার বাসিন্দা মো. শাহীনের ছেলে।

মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউপির শ্যামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আবুল হোসেন বেপারীর বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুর ১২টার দিকে শিশুর মা কাপড় রোদে দিতে ছাদে উঠে। এ সময় সাদমান মায়ের সঙ্গে ছাদে যায়নি। ছাদ থেকে নেমে সাদমানকে না পেয়ে আশপাশে খোঁজ করে। কিছু সময় পর বাড়ি পাশের ডোবায় শিশু সাদমানকে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য জাহাঙ্গীর আরও বলেন, শিশু সাদমানকে তার দাদার বাড়ি কামরাঙ্গীরচর নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।