ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
নড়িয়ায় অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় সরকারি অনুমোদন না থাকায় ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেলে উপজেলার ঘড়িসার বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক নামে একটি অনুমোদনহীন হাসপাতাল রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এ তথ্য জানার পরপরই সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।

মো. পারভেজ বলেন, অনুমোদন না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আসতে পারেন তাহলে হাসপাতালটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।