ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারা মহাপরিদর্শকের সঙ্গে ক্র্যাব নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
কারা মহাপরিদর্শকের সঙ্গে ক্র্যাব নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ 

ঢাকা: কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কারা অধিদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে আইজি প্রিজন আনিসুল হক বলেন, কারাগার থেকে জামিন নিয়ে নানা গল্প রয়েছে। তবে এগুলো ঠিক নয়। আপনারা (সাংবাদিক) কারাগারে গেলে দেখতে পারবেন প্রতিটি কারাগারে দুটি বড় বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে। একটি বোর্ডে দর্শনার্থীরা বিভিন্ন তথ্য জানতে পারবেন। আরেকটি থাকে কারাগারের ভেতরে। এতে সুবিধাটা হচ্ছে, কার জামিন হয়েছে। এটা আসা মাত্র ডিসপ্লেতে দেখানো হয়। যে আত্মীয় নিতে আসছেন উনিও দেখতে পান আর যে বন্দি রয়েছেন তিনিও জানতে পারেন যে তার জামিন হয়েছে।

তিনি বলেন, এ যে জবাবদিহিতার কালচার তা চেষ্টা করছি আমাদের মতো করে সাজাতে। একজনের নাম দিয়ে অন্যজন কারাগারে যাওয়ার উপায় নেই। এনটিএমসির সঙ্গে সমন্বয় করে একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে। একজন বন্দি যখন কারাগারে প্রবেশ করে তখন তার ফিঙ্গার প্রিন্ট, আইরিস ও জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যান্ট্রি করা হয়। সুতরাং আয়নাবাজি নিয়ে যে সিনেমা দেখেছি যে, একজনের নামে আরেকজন এটা আর নেই।

কারাবন্দিদের উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ মনোযোগী জানিয়ে তিনি বলেন, জনবল বাড়ানোর দিকেও আমরা মনোযোগী। প্রায় পাঁচ হাজার জনবল পাইপলাইনের রয়েছে রিক্রুট করার জন্য। কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে নির্মাণ হয়েছে আর কারা প্রশিক্ষণ একাডেমি কেরানীগঞ্জে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা মহাপরিদর্শক বলেন, ডান্ডাবেড়ি কে দেয়? এটা পুলিশ দেয়। পুলিশ বন্দিকে যখন কারাগার থেকে বুঝে নেয় তখন ডান্ডাবেড়ি পরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, লেখালেখি করা হয় কারাগারে ডান্ডাবেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক না। পুলিশের রিক্রুইজেশন অনুযায়ী পরিয়ে দেওয়া হয় কারণ ডান্ডাবেড়ি থাকে কারাগারে। পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ডান্ডাবেড়ি লাগিয়ে দেওয়া হয়।

আনিসুল হক বলেন, কয়েদি বন্দি থেকে হাজতি বন্দি কয়েকগুণ বেশি। বর্তমানে কয়েদি বন্দি প্রায় ২০ হাজারের মতো আর হাজতি ৫৫ থেকে ৬০ হাজারের মতো।

তিনি বলেন, মানবিকতার বিষয়ে বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ কারা সংশোধনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। এ বন্দিদের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে তাদের সমাজে পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ চলমান আছে।

বন্দিদের খাদ্য তালিকায় বেশ পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ৩৮টি কারাগারে ৩৯টি ট্রেডে বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে; হস্ত শিল্প থেকে শুরু করে, তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পক্ষে যা এফোর্ট করা সম্ভব।

কারা মহাপরিদর্শক বলেন, এ পর্যন্ত প্রায় ৪০ হাজার বন্দিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলশ্রুতিকে এসব প্রশিক্ষণপ্রাপ্ত বন্দি যখন স্বাভাবিক জীবনে ফেরত যায়। তখন এ প্রশিক্ষণ থেকে কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারেন। ৩৮টি কারাগারের কর্ম অধিদপ্তর থেকে সিটিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়। সব কারাগারকে সেন্ট্রাল মনিটরিং এর আওতায় আনা হবে।

তিনি বলেন, বন্দিদের গুদাম থেকে খাবার দেওয়া, বাজার ঢুকা পর্যন্ত মাছের সাইজ ও রান্না ঘরের আলোকচিত্র সবকিছু মনিটরিং করা হয়।

ধরেন যদি বলা হয়, কাশিমপুর কারাগারে গত মাসের ওইদিন মাছ দেওয়া হয়নি এ বিষয়ে তিনি বলেন, এটা প্রমাণ করতে আমার কোথাও যেতে হবে না। অধিদপ্তর থেকে বের করতে পারব যে, ওইদিন খাবারে কি মেনু দেওয়া হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আলম, ইসি সদস্য আলী আজম ও কালিমউল্ল্যাহ নয়ন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।