ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় এসেই খেলার মাঠে সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
মাগুরায় এসেই খেলার মাঠে সাকিব

মাগুরা: বিপিএল এর বিরতির ফাঁকে মাগুরার নিজ সংসদীয় এলাকায় এসে খেলার মাঠে সময় দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে দেখা গেল মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিতে।

 

এই স্টেডিয়ামে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত যে ফুটবল চর্চা হয় সেই চর্চায় যোগ দিয়েছিলেন সাকিব।

সাকিবকে দেখেই আনন্দে উদ্বেলিত হন স্থানীয় দর্শকসহ ফুটবল অনুশীলনকারী তরুণরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন ও কুশল বিনিময় করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের সাকিব বলেন, বিপিএল এর বিরতিতে মাগুরায় এসেছি। দুইদিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে যতদূর সম্ভব দেখা করব। যেহেতু বিজয়ী হওয়ার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।