ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
চাঁদপুরে শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ

চাঁদপুর: চাঁদপুর জেলায় ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন এবং ২০১৮-২০২৩ পর্যন্ত ১৮জন শ্রেষ্ঠ ইমামের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক ইমামদের হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

ডিসি কামরুল হাসান বলেন, ইমামগণ জনসাধারণকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। বাংলাদেশে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামরা আর্থ সামাজিক উন্নয়নে অংশ গ্রহণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ সংশ্লিষ্ট অংশীজন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।