ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

বরিশাল: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে রাশেদ হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাশেদ গৌরনদী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে আহত রাশেদ অভিযোগ করে বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সমর্থনে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে এলাকায় গণসংযোগ করছিলাম। এ সময় ছাত্রলীগ কর্মীরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা আমার বাম পা ভেঙে দিয়েছেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।