ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ২ রেস্তোরাঁকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
সৈয়দপুরে ২ রেস্তোরাঁকে জরিমানা

নীলফামারী: নোংরা পরিবেশ, খাদ্য পণ্য তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুটি রেস্তোরাঁকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কামারপুকুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্বে ছিলেন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম। এ সময় সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মিষ্টি ও পরোটায় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও নোংরা পরিবেশের দায়ে সবুজ হোটেলের মালিককে পাঁচ হাজার ও কুটুমবাড়ি হোটেলের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।