ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সৌরভ মোল্লা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ মোল্লা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের হোসেন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ মোল্লাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্ট, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।