ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয়রা তার (৩৮) নাম-পরিচয় জানাতে পারেননি।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাত ১০টার দিকে উপজেলার হাবীবপুর গ্রামের সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে ওঠেন অজ্ঞাত এক ব্যক্তি। ওই সময় তিনি খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকতে দেখা যায়।

ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দেখেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি একজন পেশাদার ট্রান্সফরমার চোর। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ পাওয়া গেছে। অন্য কোনো এলাকা থেকে তিনি এখানে চুরি করতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।