ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চায় হিউম্যান রাইটস ফোরাম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চায় হিউম্যান রাইটস ফোরাম  বাঁয়ের ছবিতে প্রীতি ওরাং এবং ডানের ছবিতে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার।

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির নয়তলা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি ওরাংয়ের (১৫) মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের জোর দাবি জানিয়েছে তারা।

একই সঙ্গে প্রীতির পরিবারের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবিও তুলেছে সংগঠনটি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এইচআরএফবি এক বিবৃতিতে এ দাবি জানায়।

চা শ্রমিক লুকেশ ওরাংয়ের মেয়ে প্রীতির বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা-বাগানে। জানা গেছে, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের ঢাকার মোহাম্মদপুরে বাসায় প্রায় দুই বছর ধরে কাজ করছিল প্রীতি। গত ৭ ফেব্রুয়ারি প্রীতিকে ভবনের নিচতলা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।  

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে গত বছরের ৬ আগস্ট একই বাসা থেকে ৯ বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসি লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।

এইচআরএফবির পক্ষ থেকে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধ এবং গৃহকর্মীদের সুরক্ষা ‍নিশ্চিত করার জন্য ফোরাম কিছু দাবি জানায়।

দাবিগুলো হলো-
● গৃহকর্মী হিসেবে শিশুদের ব্যবহার বন্ধ করা এবং এই ব্যাপারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নেওয়া;
● গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যথাযথভাবে বাস্তবায়ন করা এবং এ নীতির আলোকে গৃহকর্মীদের সুরক্ষায় আইন প্রণয়ন করা;
● গৃহকর্মীদের কাজকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অর্ন্তভুক্ত করা;
● গৃহকর্মীদের নিবন্ধন জোরদার করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলি থেকে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।