ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনগণের আস্থা অর্জনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: রাজউক চেয়ারম্যান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
জনগণের আস্থা অর্জনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: রাজউক চেয়ারম্যান  কথা বলছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন, সরকারি সংস্থাগুলোর জন্য ‘কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি’ শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের তথ্যভাণ্ডার নয়, এটি একটি কৌশলগত সম্পদ। যা কর্মীদের উৎপাদনশীলতা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সহায়তা করে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজউক অডিটোরিয়ামে দিনব্যাপী ‘রাজউক এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম (আরইএমএস)’ শীর্ষক উদ্ভাবনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দৌলতুজ্জামান খাঁন বলেন,  আরইএমএস হলো চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রতিষ্ঠানকে আধুনিকায়নের একটি মাধ্যম এবং মানবসম্পদ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার একটি পদ্ধতি।

কর্মশালায় রাজউক সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এনবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।