গাজীপুর: টঙ্গীর তুরাগতীরে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মালয়েশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মালয়েশিয়ার ওই নাগরিকের নাম আজহার বিন মোহাম্মদ (৫৯)। আখেরি মোনাজাত শেষে অন্যান্য সাথীদের সঙ্গে মিরপুরের একটি মসজিদে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়ার সমন্বয়কারী মো. সায়েম জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে মালয়েশিয়া থেকে আসেন আজাহার বিন মুহাম্মদ। ইজতেমা শেষে জামাতের সঙ্গে দেশের বিভিন্ন মসজিদে পাঠানো হয়। মালয়েশিয়ার নাগরিক আজহার বিন মোহাম্মদকে অন্যান্য সাথীদের সঙ্গে মিরপুরে একটি মসজিদে পাঠানো হয়েছিল।
মঙ্গলবার সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামী ২২ ফেব্রুয়ারি তার দেশ মালয়েশিয়া ফেরার কথা ছিল বলে জানান মো. সায়েম।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আরএস/এমজেএফ