ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য আহত

সিলেট: সিলেটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে বাসচাপায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা এবং ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।  

আহতদের মধ্যে উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসমানী মেডিকেল পুলিশ ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের একটি বিশেষ টিম সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেমুখী এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবিহীন রিয়েল পরিবহন পুলিশের পিকআপ ভ্যানে চাপা দেয়। এতে পুলিশ সদস্যরা আহত হন ও তাদের বহনকারী পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক  জালালাবাদ থানা পুলিশের আরেকটি পিকআপ ভ্যানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিশেষ অভিযান পরিচালনায় তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। তারা আসামি ধরতে যায়। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল পরিবহন নামে এক বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।  

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় উপ কমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।