ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২

বান্দরবানে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩২

বান্দরবান: বান্দরবানের রেইচা এলাকায় পিকনিকের একটি বাস উল্টে চার শিশুসহ ৩২ জন পর্যটক আহত হয়েছেন।

এদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন - জিয়াবুল নাহার (৪৫), উম্মে হানি (২৮), মৌসুমী আক্তার (২৮), আরোফা বেগম (৫০), মো. মুন্না (২৬), তাজিন (৫), নকি (৩), আরোয়া (৫), আবিরা (৪), ওমর ফারুক (২৯), তাহেরা (৫২), জান্নাতুল ফেরদৌস (৪০), মো. মঈনুদ্দিন (৩৬), তাসলিমা আক্তারসহ (৩৮) মোট ৩২জন। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

তারা সবাই চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

সূত্র জানায়, চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাপারী পাড়া থেকে ৫৫ জনের একটি দল সকালে বান্দরবান ভ্রমণে আসে। বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণের পরে সন্ধ্যায় তারা বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা এলাকায় পাহাড়ের ঢালু সড়ক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।  

এসময় বাসে থাকা নারী-পুরুষ, শিশুসহ ৩২ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. দিদারুল আলম জানান, পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান সদর হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম। আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তারা।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।