ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল শেখ (১৮) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রাশেদুল ফরিদপুর সদর উপজেলার কবিরপুরচর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।  

জানা গেছে, রাশেদুল মাগুরার জাহিদ মিস্ত্রির অধীনে টাইলস মিস্ত্রির কাজ করতেন। জাহিদ পূর্ব হাসামদিয়া গ্রামের বাচ্চু মুন্সির বাড়ির দুইতলা ভবনে টাইলসের কাজ পাওয়ায় সেখানে তারা দুজন করছিলেন। ভবনের পেছনে রাশেদুল কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেদ জানান, অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। রাশেদুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।