ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরীক্ষা চলাকালে পাঠ্যবইয়ের পৃষ্ঠা ফটোকপি, যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
পরীক্ষা চলাকালে পাঠ্যবইয়ের পৃষ্ঠা
ফটোকপি, যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জ: মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশের কম্পিউটারের দোকানে এ বিষয়ের বইয়ের পৃষ্ঠা ফটোকপি করার দায়ে মো. রুবেল রানা (২৫) নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।  

এর আগে উপজেলার খাস কাউলিয়া হাসপাতাল মোড়ের কম্পিউটারের দোকান থেকে তাকে আটক করা হয়।

ইউএনও মাহবুব হাসান বলেন, এখনকার দিনে পরীক্ষায় নকল কাম্য হতে পারে না। রুবেল কম্পিউটারের দোকানে বই ফটোকপি করে পরীক্ষার হলে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।