ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খালের পাশে নবজাতকের কান্না, উদ্ধার করল পথচারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
খালের পাশে নবজাতকের কান্না, উদ্ধার করল পথচারী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার (পুরাতন সেকশনের) একটি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তখন মধ্যরাত ১টা।

চারদিকে সুনশান নীরবতা। এ সময় খালের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শুনে এক পথচারী কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে।  

পলিথিনে মোড়ানো নবজাতকটিকে বিভিন্ন পোকা আক্রমণ করছে। চিকা তার মুখের একটি অংশ ক্ষত করে দিয়েছে।  

পরে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে আহত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ৯৯৯ কল পেয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়। কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে গেছে। কন্যা শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।