ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে পিকনিক বাস উল্টে পর্যটকরা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
কাপ্তাইয়ে পিকনিক বাস উল্টে পর্যটকরা আহত

রাঙামাটি: জেলার কাপ্তাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিক বাস উল্টে গিয়ে অনেক পর্যটক আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে প্রভাতি নামের পিকনিকের বাসটি (চট্ট মেট্রো -১১-১২৮২) পর্যটকদের নিয়ে জেলার কাপ্তাই উপজেলায় যাচ্ছিল। পথে হঠাৎ করে ব্যাংছড়ি স্টিল ব্রিজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে অনেক পর্যটক আহত হন। পরে বিজিবি, পুলিশ এবং স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে বাসটি এবং যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।