ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় ওরস মেলায় অশ্লীল নৃত্য, বন্ধ করল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সালথায় ওরস মেলায় অশ্লীল নৃত্য, বন্ধ করল প্রশাসন

ফরিদপুর: ফরিদপুরের সালথার মাঝারদিয়ার খলিশপট্টির হাজী বাড়ির আঙ্গিনায় মদন হাজীর ওরসকে কেন্দ্র করে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী চলা মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে। এছাড়া মাদক ও জুয়ার আসর বসারও অভিযোগ করেন স্থানীয়রা।

 

পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সালথা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেলা বন্ধ করে দেয়।  

মেলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, সালথার খলিশপট্টি এলাকার হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজীর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।  

তিনি বলেন, মেলা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ ওরসের অনুমতি চেয়ে আবেদন করার একটি কপি আমাদের দেখালেও মেলার অনুমোদন নেই মর্মে দেখা যায়। তাই ওরস চলছে। কিন্তু, মেলা বন্ধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।