ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সালথায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় মো. আজম শেখ (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. শওকত হোসেন (২৫) নামে এক যুবক।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আজম ওই ইউনিয়নের ঝুনাখালি গ্রামের আজাহার শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আজম ও শওকত ঠেনঠেনিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ভাবুকদিয়া জাহাঙ্গীর মোল্যার বাড়ির সামনে এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি নসিমনের পেছনে ধাক্কা লাগে। এতে আজম ও শওকত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আজমকে মৃত ঘোষণা করেন।

আজমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।