ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠাগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠাগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বিজ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠাগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষা মন্ত্রণালয়।  

বুধবার (২৯ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের  হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাক্ষাতের সময় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

এই সময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর পাওয়ান বাডে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রটোকল অফিসার সুভাষ ভাস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রণয় কুমার ভার্মা তথ্যপ্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত শিক্ষায় দুই দেশের অভিজ্ঞতা শেয়ারিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।