ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের পাঁচটি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার মাটিলা সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
মহেশপুর খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাটিলা সীমান্তে অভিযান পরিচালনা করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। সেসময় প্যাকেটের ভেতর থেকে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৫ কেজি। ৪ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা দেওয়ার হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
আরএ