ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
আড়াইহাজারে ইয়াবাসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।

সোমবার (৪ মার্চ) উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদাসদী পূর্বপাড়ার খোকন মিয়ার ছেলে হৃদয় (২২) ও মাধবদী চরদিঘলদী গ্রামের আ. হকের ছেলে জাকির হোসেন (২১)।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ সাহা জানান, সদাসদী গ্রামে বেশ কিছু দিন ধরে একটি চক্র মাদক ক্রয়-বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সময় সাইদী নামের একজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। সে সদাসদী গ্রামের আ. হান্নানের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।