ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনা কবলিতদের সাড়ে ৯ কোটি টাকা সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
সড়ক দুর্ঘটনা কবলিতদের সাড়ে ৯ কোটি টাকা সহায়তা

ঢাকা: সড়ক পরিবহন আইনের আওতায় দুর্ঘটনায় কবলিতদের জন্য গঠিত তহবিলে থেকে ক্ষতিগ্রস্তদের এখন পর্যন্ত প্রায় সাড়ে ৯ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনের আওতায় দুর্ঘটনায় কবলিতদের জন্য গঠিত তহবিলে থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ৯ কোটি ৪৪ লাখ টাকা আর্থিক সহায়তার দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১৩৩ কোটি ৯৫ হাজার ৮৮৮ টাকা জমা পড়েছে। ওই তহবিল থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ২১৪ জনকে আর্থিক সহায়তায় চেক দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।